Ginnidebi Agarwal Women's College

RUHEA, THAKURGAON

College Code: 8254    College EIIN: 129314

About Us

Ginnidebi Agarwal Women's College

ঠাকুরগাঁও জেলা শহর থেকে বিসিক শিল্প নগরী হয়ে ১৬ কিলোমিটার উত্তরে প্রাচীর বেষ্টিত পাখি ডাকা মনোরম পরিবেশে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রুহিয়া থানার অন্তর্গত ১ নং রুহিয়া ইউনিয়নে কলেজটি অবস্থিত। এর রয়েছে সুপরিসর বিশাল ক্যাম্পাস। স্বর্গীয় গিন্নিদেবী আগরওয়াল একজন শিক্ষানুরাগী ছিলেন। তাঁরই সুযোগ্য সন্তানগণ অত্র অঞ্চলের নারী শিক্ষাকে অগ্রসরমান করার লক্ষে ১৯৯৭ খ্রি. সালে সরকারি বিধি মেনে তাদের মায়ের নামে এই প্রতিষ্ঠানটি স্থাপন করেন। বর্তমানে প্রতিষ্ঠানটিতে উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা চালু রয়েছে। অভিজ্ঞ গভর্নিং বডি ও শিক্ষক মন্ডলী দ্বারা প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য ফলাফল অর্জন করে।